মাজারে হামলা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাজারে হামলা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

যারা মাজারে হামলা করবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব জানান। এসময় উপদেষ্টা বলেন, বাংলাদেশের এ প্রান্তে আকর্ষণীয় পূজা মণ্ডপ তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। যাতে পূজা আসলেই কেউ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে না যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার সময় বাংলাদেশ থেকে অনেকে ভারতে যায় পূজা দেখতে। সেটা যাতে এবার না হয় সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে পূজা উদযাপন কমিটিকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজায় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টা। আগের কোনো দুর্ঘটনার বিচার হয়নি।

এখন সেই সংস্কৃতি থেকে বের হবে সরকার।

উপদেষ্টা আরও বলেন, বর্ডারে যাতে আর একটি কিলিংও না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। আলোচনা হয়েছে অথরিটির সাথেও।

news24bd.tv/FA