বগুড়ায় বিস্ফোরণে নিহত ৪

বগুড়ায় বিস্ফোরণে নিহত ৪

অনলাইন ডেস্ক

বগুড়ার শেরপুর উপজেলায় রাইস ব্রান ওয়েল মিলের ট্যাংক বিস্ফোরণের চারজনের মৃত্যু হয়েছে।  আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল ও মো. মনির। নিহতরা নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।

জানা গেছে, মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এসময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে ঢুকলে তেলের ট্যাংকের বিস্ফোরণ ঘটে। এঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের তথ্য নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতদের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

news24bd.tv/তৌহিদ