মৌসুমটা জয় দিয়েই শুরু করলো বার্সেলোনা

মৌসুমটা জয় দিয়েই শুরু করলো বার্সেলোনা

অনলাইন ডেস্ক

মৌসুমটা জয় দিয়ে বেশ ভালোই শুরু করেছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে শনিবার (১৭ আগস্ট) রাতে পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বার্সা।

ম্যাচের প্রথমার্ধে হুগো দুরোর গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। বিরতির আগেই গোল করে দলকে সমতায় ফেরান লেভানডোভস্কি।

বিরতি শেষে দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৫ বছর বয়সী তারকা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করে যায় ভ্যালেন্সিয়ার রক্ষণে। তবে সেই আক্রমণে তৈরি হয়নি স্পষ্ট কোনো সুযোগ।

বিপরীতে প্রথম অন টার্গেট শট নেয় ভ্যালেন্সিয়া।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে ভালো একটি সুযোগ পায় ভ্যালেন্সিয়া। তবে বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড করতে পারেননি রাফা মির। ১৯তম মিনিটে সুযোগ পায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার বুলেট গতির শট ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। একটু পর বার্সেলোনাকে বাঁচান মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে অবশেষে বিরতির খানিক আগে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৪৪তম মিনিটে লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দুরো। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে গোলের বাঁশি বাজান রেফারি।

গোল খেয়ে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বার্সেলোনা। তারা নিজেদের খেলার ধার বজায় রাখে। তাতে বিরতির যোগ করা সময়েই সমতায় টানে কাতালানরা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আলেসান্দ্রো বাল্ডের ক্রসে লামিনে ইয়ামালের ভলি পেয়ে স্লাইডে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় বার্সেলোনা। ৪৭তম মিনিটে রাফিনিয়া ভ্যালেন্সিয়ার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট-কিকে নিজের দ্বিতীয় গোল করতে ভুল করেননি লেভানডোভস্কি। আর বাকিটা সময় আরও কিছু সুযোগ পায় বার্সেলোনা। যদিও সেসব সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আর বাড়াতে পারেনি কাতালানরা।

news24bd.tv/SC