রাফিনিয়ার হ্যাটট্রিকে ভায়াদোলিদকে গোলের মালা পরাল বার্সা

রাফিনিয়ার হ্যাটট্রিকে ভায়াদোলিদকে গোলের মালা পরাল বার্সা

অনলাইন ডেস্ক

টানা তিন জয়ে লিগে উড়ন্ত সূচনা পেয়েছিল বার্সেলোনা। চতুর্থ ম্যাচেও কাতালান ক্লাবটি তুলে নিল জয়। এবার আরও বড় ব্যবধানে, প্রতিপক্ষকে বিধ্বস্ত করে। শনিবার (৩১ আগস্ট) ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে গোলের মালা পরিয়েছে বার্সা।

জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।  

ঘরের মাঠ লুইস কম্পানিয়াসে এদিন ভায়াদোলিদকে শুরু থেকেই কোনো পাত্তা দেয়নি বার্সা। দর্শকদের উপহার দেয় নান্দনিক ফুটবল। বল পায়ে আধিপত্য রেখে একের পর এক আক্রমণে অতিথিদের ব্যতিব্যস্ত করে রাখেন রাফিনিয়া-ইয়ামালরা।

বার্সেলোনার হয়ে ২০তম মিনিটে গোলের খাতা খোলেন রাফিনিয়া। এরপর প্রথমার্ধে আরও দুটি গোল পায় বার্সা। ২৪তম মিনিটে রবার্ট লেভানডভস্কি এবং প্রথমার্ধের যোগ করা সময়ে জুলস কুন্দে ব্যবধান করেন ৩-০।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রেখে গোলের পর গোল আদায় করে বার্সা। ৬৪তম এবং ৭২তম মিনিটে আরও দুইবার স্কোরশিটে নাম তুলে হ্যাটট্রিক তুলে নেন রাফিনিয়া। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটাই প্রথম হ্যাটট্রিক এই উইঙ্গারের। এরপর ৮২তম মিনিটে দানি ওলমো এবং ৮৫তম মিনিটে ফেরান তোরেস ভায়াদোলিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

২০১৬ সালে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে লিগে ৮-০ গোলে জিতেছিল বার্সেলোনা। সেই জয়ের পর লিগে এটিই বার্সার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এদিকে, ২০১৭-১৮ মৌসুমে এর্নেস্তো ভালবের্দের পর প্রথম কোনো বার্সা ম্যানেজার হিসেবে লিগে প্রথম চার ম্যাচের চারটিতেই জয়ের মুখ দেখলেন হান্সি ফ্লিক।

দারুণ এ জয়ে লিগের শীর্ষস্থানও পোক্ত করলো বার্সেলোনা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট দলটির ঝুলিতে।

news24bd.tv/SHS