পোশাক শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে না: আমীর খসরু

ফাইল ছবি

পোশাক শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

পোশাক শিল্পের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে গার্মেন্টস মালিকরা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, পোশাক শিল্পে শৃঙ্খলা ফেরাতে বিএনপির সর্বস্তরের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বিজিএমইএ নেতারা পোশাক খাতের চলমান পরিস্থিতি তুলে ধরেন।

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পোশাক শিল্পের অগ্রযাত্রার বিরুদ্ধে কেউ দাঁড়ালে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তিনি জানান, পোশাক খাত নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই পোশাক খাতের দিকে সবাইকে সুনজর দিতে হবে।

তিনি আরও বলেন এই শিল্পের বিরুদ্ধে আগেও দেশি এবং বিদেশি ষড়যন্ত্র করে কেউ টিকতে পারেনি, আগামীতেও পারবে না।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক