যে কারণে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা, জানালো অপারেটররা

যে কারণে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা, জানালো অপারেটররা

অনলাইন ডেস্ক

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সহিংসতা বেড়ে যাওয়ায় দুপুরের দিকে বন্ধ করে দেওয়া হয় মোবাইলের ফোর-জি নেটওয়ার্ক। এছাড়া বন্ধ করে দেওয়া হয় ফেসবুক-হোয়াটসঅ্যাপ। এ বিষয়ে অবশেষে মুখ খুলেছে মোবাইল অপারেটররা।  

আজ রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে অপারেটররা জানায়, সরকারি সংস্থার নির্দেশেই মোবাইল ইন্টারনেট-সেবা বন্ধ রাখা হয়েছে।

মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়ে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের বিবৃতিতে বলা হয়েছে, ‘কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ’

ফোর-জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু-জির মাধ্যমে কথা বলা যায়।

এতে সাধারণ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরাসহ নেটভিত্তিক ব্যবসায়ী ও উদ্যোক্তারা বড় ধরনের সমস্যা ও লোকসানে পড়েন। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটির বেশি।

news24bd.tv/SHS