নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটরের পরীক্ষা স্থগিত

নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটরের পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮টি শূন্য পদের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮টি শূন্য পদের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা ১৭ মে (শুক্রবার) অনুষ্ঠিত হওয়ার দিন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণে এই লিখিত পরীক্ষা স্থগিত করা হলো।

লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে খুদে বার্তা এবং দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এ সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

১৭ মে এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন নির্ধারিত ছিল। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাজধানীর ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এই পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৫৬২।

news24bd.tv/SHS