অনিবার্য কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠেয় সব ধরনের চাকরির বিভাগীয় পদোন্নতি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত পিএসসির অধীনে অনুষ্ঠেয় চাকরির বিভাগীয় পদোন্নতি–সংক্রান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমে বলেন, অনিবার্য কারণে এই সময়ে অনুষ্ঠেয় পিএসসির সব চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
পিএসসি'র অধীনে অনুষ্ঠেয় ক্যাডার ও নন-ক্যাডার সব চাকরির পরীক্ষাও ৩১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
news24bd.tv/TR