টেলিকম অপারেটরদের করের বোঝা গ্রাহককেই বইতে হবে: এমটব

সংগৃহীত ছবি

টেলিকম অপারেটরদের করের বোঝা গ্রাহককেই বইতে হবে: এমটব

নিজস্ব প্রতিবেদক

টেলিকম অপারেটরদের উপর চাপিয়ে দেওয়া বাড়তি করের বোঝা বইতে হবে সাধারণ গ্রাহককে। এতে কমে যেতে পারে ব্যবহারকারীর সংখ্যা৷ ফলশ্রুতিতে বড় রকমের রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার৷ এমনটাই জানিয়েছে দেশের মোবাইল অপারেটরদের সংগঠন এমটব।

বুধবার (১২ জুন) দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের প্রতিনিধিরা৷ তারা বলেন, সরকার টেলিযোগাযোগ খাতে কর বাড়িয়ে অধিক রাজস্ব আদায়ের চিন্তা করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির প্রভাবে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট এর ব্যবহার কমছে।

নতুন বাজেটে সম্পূরক কর বাড়ানোর ফলে তা গ্রাহকের ওপর বাড়তি বোঝা হয়ে দাড়িয়েছে। এতে করে গ্রাহকের ব্যবহার কমে গেলে, অপরেটর কোম্পানিগুলোর লাভের মাত্রা কমতে থাকবে। সরকারও রাজস্ব কম পাবে।

ব্যবসায়ীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও জনগণের সেবার কথা মাথায় রেখে সরকারের প্রতি কর পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, সরকার সুদূরপ্রসারী চিন্তা না করে কর আরোপ করায় স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জন সম্ভব নয়।

এসময় ইন্টারনেটের ওপর সাপ্লিমেন্টারি চার্জ প্রত্যাহারের দাবি জানান এমটব নেতারা৷

news24bd.tv/ab

এই রকম আরও টপিক