মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। শুক্রবার (২ আগস্ট) কুয়ালালামপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ডি ক্যানস ক্যানস সার্ভিসেস এসডিএন বিএইচডির ফ্যাক্টরি পরিদর্শন করেন হাইকমিশনার এবং কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় তিনি সেখানে কর্মরত প্রবাসীদের বেতন, থাকার জায়গাসহ বিভিন্ন সুবিধা ও সমস্যা নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন,  বৈধপথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি সকলকে  সাম্প্রতিক সময়ে বৈধপথে রেমিটেন্স প্রেরণের বিষয়ে দেশবিরোধী অপপ্রচারে কান না দেওয়ার এবং অপপ্রচারকারীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে মো. শামীম আহসান বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ।

news24bd.tv/আইএএম