দুধ দিয়ে গোসল করে দলত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

সংগৃহীত ছবি

দুধ দিয়ে গোসল করে দলত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ দল থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করেছেন। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান (ইউপি)।

রোববার (১৭ আগস্ট) দুপুরে পদত্যাগ করে তিনি দুধ দিয়ে গোসল করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন কামরুজ্জামান মাসুদ।

এ বিষয়ে কামরুজ্জামান মাসুদ বলেন, 'আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দলীয় চেয়ারম্যান নই। কখনও চাইনি ছাত্রজনতার বিপক্ষে থাকার।

গত ৪ আগস্ট দেবীদ্বারে কী হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন, বাংলাদেশ যেসব ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করতে দেবীদ্বার স্বাধীনতা চত্বরে শোক র্যাদলি ও শোকসভা করা হবে। এ জন্য গিয়েছি। আমি গিয়ে যখন দেখলাম ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তখন আমি বাড়ি আসতে চেয়েছি। কিন্তু তারা আমাকে আসতে দেয় নাই। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম। বিবেকর তাড়না থেকে বলছি, আমাদের সন্তানদের রক্ত ঝরানো কোনো দলের সাথে কাজ করা ঠিক হবে না। '

আরও পড়ুন: দুধ দিয়ে গোসলের রহস্য কী?

এর আগে তিনি এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, 'আমি সবসময় চেয়েছি, আমার এই ফতেহাবদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটের বিজয়ী করেছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সবকিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সবসময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। '

news24bd.tv/JP