আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবিতে মানবন্ধন

আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবিতে মানবন্ধন

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী বাড্ডার নতুন বাজারে শিক্ষার্থীদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং সরকারির তিতুমীর কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাইসুল ইসলাম, ফায়জা ইসলাম, মিথিলা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও দুর্বৃত্তদের হামলা ও গুলিতে অসংখ্য ছাত্র-জনতা আহত হয়েছিলেন। যাদের অনেকে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সরকারিভাবে এসব আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব আহতের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

সেইসঙ্গে যাদের দেশে চিকিৎসা সম্ভব নয়, তাদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

news24bd.tv/JP