বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এখন থেকে মাসের প্রথম দিন ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন তারা।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ইএফটি-তে প্রদানের কাজ চলমান রয়েছে।

ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসাবে সরাসরি ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে।

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা ও কল্যাণ অনুদানের অর্থ ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা যায়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক