শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে

রোদে ছাতা মাথায় কয়েকজন শিক্ষার্থী

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে

অনলাইন ডেস্ক

তীব্র দাবদাহে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত এভাবে বন্ধ থাকার পর রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ না রেখে অনলাইনের মাধ্যমে ক্লাস করানোর কথা চিন্তা করা হচ্ছে।  

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী সংবাদ মাধ্যমকে বলেন, তাপপ্রবাহ অব্যাহত থাকলে ক্লাস বন্ধ না রেখে অনলাইন কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের পড়ালেখার ভেতর রাখা যায়, সেই চিন্তা চলছে।

তবে অনলাইন ক্লাসের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, আগামী রোববার থেকে ক্লাস খুলছে নাকি ছুটি বাড়ছে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী শুক্রবার (২৬ এপ্রিল) এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। যদি তাপপ্রবাহ না কমে তবে অনলাইন ক্লাস চালুর ভাবনা রয়েছে।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি বাড়ছে নাকি ক্লাস কমিয়ে রোববার থেকে খুলছে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

news24bd.tv/আইএএম