এইচএসসির আরও চার পরীক্ষা স্থগিত

এইচএসসির আরও চার পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে আবারও পেছালো এইচএসসি ও সমমান পরীক্ষা। আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তপন কুমার সরকার।

তিনি বলেন, ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে এসব পরীক্ষার সূচি জানানো হবে।

এর আগে, আন্দোলনের জের ধরে ১৮ জুলাই দেওয়া এক বিজ্ঞপ্তিতে ২১,২৩ ও ২৫ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক