নারী ফুটবলারদের একদফা দাবি

নারী ফুটবলারদের একদফা দাবি

অনলাইন ডেস্ক

শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই দাবি উঠেছে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর। সেইসঙ্গে দাবি উঠেছে দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ চেয়ার দখল করে রাখা কাজী সালাউদ্দিন ও নারী ফুটবলের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের।

সেই দাবিতেই শনিবার (১৭ আগস্ট) বাফুফে ভবনের সামনে হাজির হয়ে স্লোগান দিয়েছেন সাবেক নারী ফুটবল দলের অধিনায়ক ডালিয়া আক্তার। বাংলাদেশ মহিলা ফুটবল খেলোয়াড় কর্মকর্তাবৃন্দের ব্যানারে এই আন্দোলনে যোগ দেন অন্যান্য নারীরাও।

উল্লেখ্য, বহুদিন ধরেই বাফুফের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলো বিভিন্ন সংগঠন। এরপর সরকার পতন ঘটলে পদত্যাগ করেন বাফুফের সহ-সভাপতি সালাম মুর্শেদী। তখন ভাবা হচ্ছিলো কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণও হাঁটতে পারেন একই পথে।

আরও পড়ুন: মানববন্ধনের ঘোষণা, জানেন না কোনো নারী ফুটবলারই

তবে সেটি যে হচ্ছে না তা স্পষ্ট করে জানিয়ে দেন কাজী সালাউদ্দিন।

তার এমন ঘোষণার পর ফের আন্দোলনে নেমেছে নারী ফুটবলাররা।

news24bd.tv/SC