দেশে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২

প্রতীকী ছবি

দেশে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৪জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১১১ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৪ হাজার ২৪৬ জন ছাড়পত্র পেলেন।

এ বছরের ১৫ জুলাই পর্যন্ত মোট ৪ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

এর মধ্যে ৬০ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৩ শতাংশ নারী রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী।

news24bd.tv/কেআই