সাকিবের ভবিষ্যৎ কী?

সাকিব আল হাসান

সাকিবের ভবিষ্যৎ কী?

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার সাবিক আল হাসান। ছাত্র-জনতার গণঅভ্যত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীই এখন দেশে প্রকাশ্যে নেই। সাকিব নিয়েও চলছে নানা আলোচনা; আদৌ তিনি বিদেশে থেকে ক্রিকেট খেলার সুযোগ পাবেন কিনা।

   

তবে সাকিব পাকিস্তানে চলমান দলের সঙ্গে যোগ দিয়ে খেলছেন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টও।  

বুধবার (২১ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে প্রশ্ন করা হয় সাকিব আসলে দলে কীভাবে খেলবেন। তিনি এ ব্যাপারে বলেন, ‘সাকিব বাইরে থেকে খেলতে পারবে কি না, এটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখব। ’ বিষয়টি নিয়ে বোর্ডে আলাপ করবেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘বোর্ডের কিছু পলিসি থাকে। এটা আমি আমার পরিচালকদের সঙ্গে আলাপ করব, পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। ’

ফারুক আহমেদ সংবাদ মাধ্যমকে পরে আরও বলেন, ‘বোর্ডে আলোচনা করব, সাকিব এখন কী অবস্থায় আছে, এ অবস্থায় সে কি খেলা চালিয়ে যেতে পারবে কি না। অবশ্যই এটা নির্ভর করবে যে দুটি টেস্ট ম্যাচ আছে তার ওপর। তখন এটা একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে। ’

কিছুদিন আগে পাকিস্তান সিরিজের দল ঘোষণার সময় গাজী আশরাফ হোসেন জানিয়েছিলেন, আপাতত সাকিবের রাজনৈতিক পরিচয় দলে তাঁর অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে না, সাকিব মেধার ভিত্তিতেই দলে থাকছেন।

এ ব্যাপারে নতুন সভাপতি ফারুক বলেন, ‘প্রধান নির্বাচক (গাজী আশরাফ) যেটা বলেছেন, সেটা খুব ভালো লেগেছে। তাঁকে (প্রধান নির্বাচককে) যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো, ওকে (সাকিব) নেওয়া হবে না, তাহলে এটা পলিসি ম্যাটার হতো। ’

নতুন দায়িত্ব পাওয়া সভাপতি ক্রিকেটারদের কঠোর নিয়মের আওতায় আনার কথা বলেছেন। এ ব্যাপারে আজ তিনি ক্রিকেট বোর্ডে অনানুষ্ঠানিকভাবে আলোচনাও করেছেন, ‘খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে। তারা কী করতে পারবে, কী করতে পারবে না, এটা আমি আজকেই এখানে ঢোকার আগে ইনফরমালি আলাপ করেছি। বিশেষ করে সফর চলাকালে, সফরের আগে–পরে ক্রিকেটাররা কী করতে পারবে নাকি পারবে না, এসব থাকবে। আপনার যদি লিখিত থাকে, সফর চলাকালে আপনি কোনো বিজ্ঞাপন করতে পারবেন না, তাহলে এটার জন্য আপনার কাছে কেউ আসবে না। এটা যদি পরিষ্কার লেখা থাকে, তাহলে সুবিধা হবে। ’

news24bd.tv/আইএএম