আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নয়্যার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নয়্যার

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ম্যানুয়েল নয়্যার। সামাজিক যোগাযোগমাধ্যম, ফেসবুকে দেওয়া এক পোষ্টে তিনি এই অবসরের ঘোষণা দেন।

২০০৯ সালে জার্মানির হয়ে নয়্যারের অভিষেক হয়। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৪ ম্যাচ।

যার মধ্যে ৫১টিতে জালে বল ঢুকতে দেননি।

জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ে তার ছিল বড় অবদান। সেইবার টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার, গোল্ডেন গ্লাভস জেতেন নয়্যার। মোট চারটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি।

নিজের অবসরের ঘোষণা দিয়ে নয়ার বলেন, 'প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল। দিনটা একটা সময়ে আসতেই হতো। আজ জার্মান জাতীয় ফুটবল দলের সাথে আমার ক্যারিয়ার শেষ। যারা আমাকে চেনেন তারা সবাই জানেন যে, এই সিদ্ধান্তটি খুব সহজ ছিল না। আমার অভিষেকের ১৫ বছরেরও বেশি সময় হয়ে গেছে, প্রথম দিন যখন আমরা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছিলাম এবং আমি খুবই নার্ভাস ছিলাম। । '

ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে তিনি জিতেছেন ১১টি বুন্ডেসলিগা, দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ আরও বেশ কিছু শিরোপা।

news24bd.tv/JP