পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দক্ষিণ আমেরিকার পশ্চিম মধ্য অঞ্চলে অবস্থিত দেশ পেরুতে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ জুন) মধ্য পেরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, অ্যাটিকুইপা জেলা থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রাথমিকভাবে মাত্রা কম থাকলেও পরে তা বাড়ে।

সংস্থাটি বলছে, ভূমিকম্পটির কেন্দ্রের কাছাকাছি এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বিভিন্ন উপকূলের জন্য বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস দিলেও পরে সে ঝুঁকি কেটে গেছে বলেও জানায়।

উল্লেখ্য, প্রায় ৩৩ মিলিয়ন জনসংখ্যার পেরু আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রবল ভূমিকম্পপ্রবণ একটি এলাকা।

প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত পেরুতে প্রতি বছর শত শত ভূমিকম্প রেকর্ড করা হয়। (সূত্র: সিএনএন

news24bd.tv/SC