কোটচাঁদপুরে ট্রেন লাইন থেকে যুবকের মাথাহীন মরদেহ উদ্ধার

কোটচাঁদপুরে ট্রেন লাইন থেকে যুবকের মাথাহীন মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বলুহর ডাকাতির মাঠে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের  মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেসময় তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রেলের এক লাইনসম্যান জানান, কোটচাঁদপুর স্টেশন থেকে দুই কিলোমিটার দূরত্বে ৯৯/৮ এর ১০০/০ নং পিলারের কাছে একটি মরদেহ আছে বলে খবর পায়। পরে ঘটনাস্থলে এসে রেল লাইন থেকে বিবস্ত্র অবস্থায় মস্তকহীন মরদেহটি সরানো হয়। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে, যশোর থেকে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে। তবে মরদেহটির মাথা পাওয়া যায়নি।

কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল জানান, ধারণা করা হচ্ছে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনে লাশটি কাটা পড়তে পারে। তবে লাশের মাথা না পাওয়াই রহস্যজনক মনে হচ্ছে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল-মামুন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যশোর জিআরপি পুলিশে খবর দেওয়ার পর তারা এসে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। যেহেতু মরদেহটির মাথা এখনো পাওয়া যায়নি, সে কারণে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না যে এটি হত্যা না দুর্ঘটনা।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক