ইতালিয়ান কিংবদন্তি বাজ্জোর বাড়িতে ডাকাতি

ইতালির সাবেক ফুটবল তারকা রবার্তো বাজ্জো।

ইতালিয়ান কিংবদন্তি বাজ্জোর বাড়িতে ডাকাতি

অনলাইন ডেস্ক

ইতালির সাবেক ফুটবল তারকা রবার্তো বাজ্জো ডাকাতির শিকার হয়েছেন। বৃহষ্পতিবার ইউরো চ্যাম্পিয়নশিপে যখন ইতালি ও স্পেনের খেলা চলছিল তখন এ ঘটনা ঘটে। ডাকাতদের বন্দুকের আঘাতে আহত হয়েছেন বাজ্জো।

স্থানীয় সময় রাত ১০ টার দিকে পাঁচজনের একটা ডাকাত দল ইতালির উত্তরাঞ্চলের শহর ভিসেঞ্জাতে বসবাস করা বাজ্জোর বাড়িতে ঢুকে পড়ে।

এ সময় বাজ্জো তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ডাকাতদের একজন বাজ্জোর মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে। পরে ডাকাতরা ৫৭ বছর বয়সী ব্যাজিও ও তার পরিবারের অন্য সদস্যদের একটা কক্ষে আটকে রেখে তারা মালামাল নিয়ে যায়।

ডাকারা নগদ অর্থ, বিভিন্ন অলঙ্কার ও ঘড়ি নিয়ে যায়।

তারা যাওয়ার পর বাজ্জোর দরজা ভেঙ্গে আটক অবস্থা থেকে মুক্ত হন। পরবর্তীতে পুলিশ আসে এবং ব্যাজিওকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেয়। ডাকাতরা বাজ্জোর পরিবারের অন্য সদস্যদের কোনো ক্ষতি করেনি।

জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচ খেলেছেন বাজ্জো। ক্লাব পর্যায়ে তিনি জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানের হয়ে খেলেছেন।

news24bd.tv/DHL