ইউরোর গ্রুপ অব ডেথে মুখোমুখি স্পেন-ক্রোয়েশিয়া, নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালিও

হাই-ভোল্টেজ ম্যাচ

ইউরোর গ্রুপ অব ডেথে মুখোমুখি স্পেন-ক্রোয়েশিয়া, নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালিও

অনলাইন ডেস্ক

ইউরোপের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে কাল রাত থেকেই। আজ শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় বার্লিনের অলিম্পিয়াস্টেডিওনে মুখোমুখি হচ্ছে স্পেন ও ক্রোয়েশিয়া।

স্পেনের অতীতের সেই সোনালি স্কোয়াড যেখানে জাভি, ইনিয়েস্তা, ডেভিড ভিয়া, সার্জিও বুস্কেটস, রেজার্ড পিকে বা সার্জিও রামোসরা না থাকলেও বর্তমানে রয়েছে কোচ ডি লা ফুয়েন্তের হাতে রয়েছে একঝাঁক তরুণ তারকা। অন্যদিকে, লুকা মদ্রিচদের সোনালি প্রজন্মটার অনেকেই রয়েছেন বর্তমান দলটিতে।

এই একইদিনে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি খেলবে আলবেনিয়ার বিপক্ষে। এদিকে আজ দিনের প্রথম ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড-হাঙ্গেরি।

এবারের ইউরোর গ্রুপ অব ডেথ বলা হচ্ছে 'বি' গ্রুপকে। কারণ এই গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও স্পেনের সঙ্গে রয়েছে সাবেক বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।

news24bd.tv/SC