উইরো কাপে পোল্যান্ডকে কষ্ট করে হারাল নেদারল্যান্ড

সংগৃহীত ছবি

উইরো কাপে পোল্যান্ডকে কষ্ট করে হারাল নেদারল্যান্ড

অনলাইন ডেস্ক

উইরো কাপে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে কষ্ট করে হারাল নেদারল্যান্ড। দলের সেরা তারকা লেভানডোভস্কিকে ছাড়া খেলতে নেমে দুর্দান্ত লড়াই করে প্রথমে লিড নিলেও শেষ মুহূর্তে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে পোল্যান্ড।

ইউরো চ্যাম্পিয়নশীপে রবিবার (১৬ জুন) ‘ডি’গ্রুপের ম্যাচে জার্মানির ভক্সপার্কস্টেডিয়নে ২-১ গোলের ব্যবধানে পোল্যান্ডকে হারিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে দুটি গোল করেন কডি গাকপো এবং ওয়েট ওঘোর্স্ট।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা থাকা ১৬ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে। কর্নার থেকে জিয়েলেন্সকির বাড়ানো বলে দুর্দান্ত হেডে গোল করেন এডাম বুকসা। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকা ডাচরা ২৯ মিনিটে গাকপোর দূরপাল্লার শট পোলিশ ডিফেন্ডারের পায়ে লেগে জালে প্রবেশ করলে সমতায় ফেরে।  ১-১ এ সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর মাঠে নেমে দাপুটে ফুটবল উপহার দেয় ডাচরা। ৮৩ মিনিটে ডাচদের হয়ে জয়সূচক গোলটি করেন ওয়েট ওঘোর্স্ট। নাথান আকের পাস থেকে বল জড়ান বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ড। তার গোলে ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

news24bd.tv/কেআই