ইউরোর ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড আলবেনিয়ার

ইউরোর ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড আলবেনিয়ার

অনলাইন ডেস্ক

প্রতিনিয়ত নিত্যনতুন রেকর্ড যুক্ত হয় ফুটবল ইতিহাসের পাতায়। আজ রাতে তেমনই এক রেকর্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব।

ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে মাঠে নামা আলবেনিয়া ম্যাচের শুরুতেই একটি রেকর্ড করে বসে। আর সেই রেকর্ড যেনোতেনো রেকর্ড না।

তখনো দর্শকরা গ্যালারিতে সবেমাত্র ঠিকঠাক হয়ে বসছেন। এমন সময়ে কিছু বুঝে ওঠার আগেই ইতালির থ্রো থেকে পাওয়া বল ভুল করে আলবেনিয়ার কাছে চলে গেলে সেকেন্ডেই জালে বল জড়ান নেদিম বাজরামী।

ম্যাচের মাত্র ২২ সেকেন্ডের মাথায় ঘটে এই কাণ্ড।  

আর সাথে সাথে মাঠভর্তি আলবেনিয়ান দর্শক উল্লাসে ফেটে পড়ে।

এটি ইউরোর ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড।

news24bd.tv/SC