'দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর', বাবা দিবসে পরীমনি    

ছবি: পরীমনির ফেসবুক থেকে।

'দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর', বাবা দিবসে পরীমনি    

অনলাইন ডেস্ক

বিশ্ব বাবা দিবস আজ। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী উদ্‌যাপন করা হয় দিবসটি। এ হিসেবে এবারের দিবসটি পালন করা হচ্ছে আজ রোববার (১৬ জুন)। এদিকে বাবা দিবসে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি।

রোববার (১৬ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে পরীমনি লিখেছেন, ‘মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরী। দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর। ’

এই স্ট্যাটাসে ভক্ত-অনুরাগীরা পরীমনিকে প্রশংসায় ভাসাচ্ছেন।

এক ভক্ত লিখেছেন, ‘সত্যিই তুমি অতুলনীয় একজন আদর্শ মা, আদর্শ বাবা। ’

আরেকজন লিখেছেন, ‘সত্যি বলছি পরী মা-বাবা হিসেবে তুমি অতুলনীয়। ’

আরও এক ভক্ত লিখেছেন,‘পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের মধ্যে তুমি একজন পরী আপু। ’

ঢালিউড তারকা দম্পতি শরীফুল রাজ-পরীমনির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। এরপর থেকে তাদের একমাত্র সন্তান বেড়ে উঠছে পরীর কাছেই। একাই ছেলেকে বড় করছেন পরীমনি। সামাজিক মাধ্যম ফেসবুকে ছেলেকে নিয়ে প্রায়শই ছবি, ভিডিও শেয়ার করতে দেখা যায় পরীমনিকে।

news24bd.tv/TR    
 

 
 

এই রকম আরও টপিক