পশুর হাটে অতিরিক্ত টোল নেওয়ায় কারাদণ্ড, জরিমানা

নিউজ টোয়েন্টিফোরে নিউজ প্রকাশ

পশুর হাটে অতিরিক্ত টোল নেওয়ায় কারাদণ্ড, জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পশু হাটে অতিরিক্ত টোল (হাসিল) নেওয়ার অভিযোগে সারোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলার লাহিরী পশুর হাটে এই কারাদণ্ড ও জরিমানা দেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাওসার। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির।

এর আগে ১৩ জুন নিউজ টোয়েন্টিফোর অনলাইনে ‘ঠাকুরগাঁওয়ে জেলা জরিমানা দিয়েও হাটগুলোতে বন্ধ হচ্ছে না চাঁদা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

দণ্ডপ্রাপ্ত সারোয়ার হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য চাড়োল গ্রামের আব্দুল লতিফের ছেলে।

ওসি বলেন, পশুর হাটে ক্রেতাদের থেকে অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে এমন অভিযোগে বিকেলে পশুর হাট পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তথ্য প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে সারোয়ার হোসেন নামে একজনকে তিন দিনের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।

news24bd.tv/তৌহিদ