মহাসড়ক থেকে পশুর হাট সরাতে কাজ করছে বিআরটিএ

সংগৃহীত ছবি

মহাসড়ক থেকে পশুর হাট সরাতে কাজ করছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

মহাসড়কে যাতে পশুর হাট উঠে না আসে সেজন্য কাজ করছে বিআরটিএ'র ভ্রাম্যমাণ টিম। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে একথা বলেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

নূর মোহাম্মদ বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীর প্রতিটি বাস টার্মিনালে কন্ট্রোলরুম ও অভিযোগ বাক্স রাখা হয়েছে। এছাড়া যাতে ফিটনেস বিহীন কোনো জনবহুল মহাসড়কে উঠতে না পারে সে বিষয়েও নজরদারি রাখবে তারা।

এসময় তিনি জানান, ঈদ যাত্রায় যারা মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওয়ানা হবে তাদের হেলমেট নিশ্চিত করা ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সাথেও এক যোগে কাজ করবে তারা।

news24bd.tv/FA