জমে উঠেছে পশুর হাট, দাম নিয়ে হতাশা ব্যবসায়ীদের

পুরোদমে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো।

জমে উঠেছে পশুর হাট, দাম নিয়ে হতাশা ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

পুরোদমে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দাম নিয়ে ক্রেতাদের সন্তুষ্টি থাকলেও হতাশায় রয়েছেন ব্যবসায়ীরা। যে আশায় রাজধানীতে গরু নিয়ে এসেছিলেন খামারিরা, খরচ আর বিক্রির হিসাব মেলাতেই মাথায় হাত অনেকের।

বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা-বিক্রেতায় পরিপূর্ণ হয়ে উঠে রাজধানীর তেজগাঁও গরুর হাট।

চাহিদার চেয়ে পশু আমদানি অনেক বেশি তাই নির্দিষ্ট স্থান ছাপিয়ে আশে-পাশের রাস্তা ও অলিগলিতেও ছড়িয়ে গেছে এই হাট। সময় কম তাই আগেভাগেই পছন্দের গরু কিনে নিচ্ছেন ক্রেতারা। দাম কমার আশংকায় সূলভ মূল্যে গরু বেচে দিচ্ছেন অনেক ব্যবসায়ীও।

এদিকে বনশ্রী ও মেরাদিয়া হাটেও এবার মিলছে পর্যাপ্ত গরু।

গরু বেশি তাই যাচাই-বাছাইয়ে বাজার চষে বেড়াচ্ছেন ক্রেতারা। দেখেশুনে বাজেটের মধ্যেই এ হাটে মিলছে গরু।

রাজধানীর গাবতলি হাটেও বড় গরুর চাহিদা কম। হাট জমে উঠেছে তাই বিক্রেতারা আশার আলো দেখলেও চাঁদাবাজি আর ইজারাদারদের খামখেয়ালীতে পুঁজি নিয়ে টানাপোড়েন চলছে। এ হাটেও মুল্য নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া।

news24bd.tv/ab