ভোগান্তি নেই, তবু ট্রেনের ছাদে কেন?

ছবি: কমলাপুর রেলওয়ে স্টেশনে ১৫ জুন রাতে।

ভোগান্তি নেই, তবু ট্রেনের ছাদে কেন?

নিজস্ব প্রতিবেদক

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদুল আজহায় রেলের যাত্রা ছিল অনেকটাই স্বস্তির। তবে শেষদিনে ট্রেনের ছাদেও যাত্রীদের উঠতে দেখা গেছে।

রোববার ঈদ যাত্রার শেষদিন সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছিলো যাত্রীদের ভিড়।

সামান্য বিলম্বে দুয়েকটি রুট ছাড়া বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময় পরপর নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে।

ঈদযাত্রার শুরু থেকে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ও হয়নি। তবে, ঈদের আগ মুহূর্তে ট্রেনের ভেতর ছাপিয়ে ছাদে যাত্রার চিরচেনা যে দৃশ্য, সেটি দেখা গেছে কমলাপুর স্টেশনে ঈদযাত্রার শেষদিনে।

যদিও এবার ঈদে যাত্রা স্বস্তির করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

তিনি জানান, ঈদযাত্রায় ট্রেনে কোনো ভোগান্তি নেই। সেইসাথে এবার ঈদে ৩০টি ক্যাটল ট্রেনের মাধ্যমে আমরা গবাদিপশু পাঠানোর ব্যবস্থা করছি।

news24bd.tv/FA