কুয়েতের মানগাফে শ্রমিকদের আবাসনে আগুন, নিহত ৩৫

কুয়েতের মানগাফে শ্রমিকদের আবাসনে আগুন, নিহত ৩৫

অনলাইন ডেস্ক

কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১২ জন। বুধবার ভোররাতে মানগাফ শহরের ছয়তলা ভবনের একটি রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী শেখ আহমেদ ফাহাদ আল-আহমাদ আল-সাবাহ।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স, গালফ নিউজ, আরব নিউজ।

news24bd.tv/TR