মুন্সিগঞ্জে ডোবায় যুবকের গলাকাটা মরদেহ

মুন্সিগঞ্জে ডোবায় যুবকের গলাকাটা মরদেহ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকা থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের পরিত্যক্ত ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সকাল ১০ টার দিকে ওই পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাতিমাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নীরু মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শনিবার রাতের যে কোনো সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা  করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক