মুন্সিগঞ্জের দুই উপজেলায় নতুন মুখ

বি এম শোয়েব (বাঁয়ে) মো. আরিফুল ইসলাম (ডানে)

মুন্সিগঞ্জের দুই উপজেলায় নতুন মুখ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মুন্সিগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন। তারা হলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক বি এম শোয়েব সিআইপি দোয়াত কলম ও টঙ্গিবাড়ি উপজেলায় নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত জগলুল হালদার ভূতুর ছেলে মো. আরিফুল ইসলাম হালদার।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রশিদ শিকদার ও টঙ্গিবাড়িতে জেলা আওয়ামী লীগের প্রচার -প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে লৌহজংয়ে ৫৬ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দোয়াত কলমের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি বি এম শোয়েব সিআইপি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের আলহাজ্ব মো. আব্দুর রশিদ শিকদার পেয়েছেন ৩৫ হাজার ৬৫৩ ভোট।

অপরদিকে টঙ্গিবাড়ি উপজেলায় ৩৯ হাজার ৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আরিফুল ইসলাম হালদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ পেয়েছেন ২৯ হাজার ৯২৫ ভোট।

news24bd.tv/FA