চাহাত ফাতেহ আলী খানের ‘বদো বদি’ গানটি সরিয়ে দিলো ইউটিউব

চাহাত ফাতেহ আলী খানের ‘বদো বদি’ গানটি সরিয়ে দিলো ইউটিউব

অনলাইন ডেস্ক

বেশ কিছুদিন ধরে তুমুল আলোচনায় রয়েছে পাকিস্তানি গায়ক চাহাত ফাতেহ আলী খানের ‘বদো বদি’ গানটি। মূলত একধরনের অদ্ভুত গাওয়ার ভঙ্গি এবং সুর-তাল ছাড়া গাওয়া এই গানটির মিউজিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে মানুষের হাস্যরসের খোরাক হয়ে ওঠে।

ভাইরাল এই গানটি নিয়ে রীতিমতো মিম বানাতে শুরু করে নেটিজেনরা।

তবে ইউটিউবে ২৮ মিলিয়ন ভিউ পার করার পর গায়কের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলে ইউটিউব থেকে গানটি সরিয়ে দেওয়া হয়।

‘ডেকান হেরাল্ড’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কপিরাইট আইনের আওতায় পড়েছে এই গানটি। কারণ গানটির কথা নূরজাহানের ১৯৭৩ সালের সিনেমা ‘বেনারসি ঠগ’-এর একটি গানের মতো ছিল। গানটি এক মাসে ইউটিউবে ১২৮ মিলিয়নেরও বেশিবার দেখেছেন মানুষ।

উল্লেখ্য, চাহাত ফাতেহ আলী খান করোনাকালীন লকডাউনের সময় খ্যাতি অর্জন করেছিলেন।

বিগত দুই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা শীর্ষে ওঠে। সম্প্রতি পাকিস্তানে অনেক সাক্ষাৎকার এবং পডকাস্টের আমন্ত্রিত অতিথি হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠে চাহাত ফাতেহ আলী খান।

news24bd.tv/SC