ইউটিউবকে টেক্কা দিতে নতুন ফিচার আনছে টিকটক

ইউটিউবকে টেক্কা দিতে নতুন ফিচার আনছে টিকটক

ইউটিউবকে টেক্কা দিতে নতুন ফিচার আনছে টিকটক

অনলাইন ডেস্ক

ব্যবহারকারীদের ৬০ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করার সুযোগ দেবে টিকটক। এটি হতে যাচ্ছে টিকটকের শর্ট ভিডিও ফরম্যাটের একটি বড় পরিবর্তন। প্রযুক্তিবিশারদরা মনে করছেন, দীর্ঘ ফরম্যাটের ভিডিও ফিচার টিকটকে যুক্ত হলে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবকে টেক্কা দিতে পারে এটি।

প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সীমিত ব্যবহারকারীদের নিয়ে নতুন ফিচারটির পরীক্ষা চালাচ্ছে টিকটক।

তবে এখনই সবার জন্য আনার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। আপাতত টিকটক ব্যবহারকারীদের ফিচার প্রতিক্রিয়া ও  দীর্ঘ ফরম্যাটের ভিডিও পরিচালনায় প্লাটফর্মটি সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে।  

টিকটক অনেকদিন ধরেই দীর্ঘ ফরম্যাটের ভিডিও কনটেন্টে আসার পরিকল্পনা করছে। প্লাটফর্মটি একাধিকবার তাদের ভিডিও ফরম্যাটের সময়সীমা বাড়িয়েছে।

শর্ট ভিডিও দিয়ে শুরু হলেও কনটেন্ট নির্মাতা ও দর্শকের চাহিদা অনুযায়ী দীর্ঘ ফরম্যাটের ভিডিও নিয়ে কাজ করছে।  

নির্মাতাদের দীর্ঘ ফরম্যাটের ভিডিও বানাতে উৎসাহিত করতে টিকটক তাদের ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামও চালু করেছে। নতুন ফিচারটি টিভি নেটওয়ার্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ এরই মধ্যে টিভি নেটওয়ার্কগুলো তাদের প্রোগ্রামের একাধিক ক্লিপ টিকটকে শেয়ার করছে।

news24bd.tv/aa

এই রকম আরও টপিক