সাইবার হামলায় জর্জরিত টিকটক

সংগৃহীত ছবি

সাইবার হামলায় জর্জরিত টিকটক

অনলাইন ডেস্ক

বর্তমান যুগে মূল্যবান সম্পদ হলো তথ্য। এ তথ্য প্রচারের জন্য সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এসব মাধ্যমে করা অ্যাকাউন্ট প্রায়ই শিকার হয় সাইবার হামলার। এর তাতে ভয়াবহ বিপাকে পড়ে অ্যাকাউন্ট মালিক।

এবার তেমনই বিপাকে পড়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ টিকটকের বহু অ্যাকাউন্ট।

মঙ্গলবার (৪ জুন) এক সাক্ষাৎকারে টিকটকের মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেন।

টিকটক মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সামাজিক এ যোগাযোগমাধ্যমে যেসব অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার, সেসব অ্যাকাউন্টের মালিকের সঙ্গে সরাসরি কাজ করছে তারা। এদের মধ্যে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও আছে।

মঙ্গলবার এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে টিকটক মুখপাত্র জানান, সিএনএনসহ হাই প্রোফাইল বহু অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করে সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকারদের ব্যবহার করা পদ্ধতিকে ব্যর্থ করার জন্য টিকটক নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করেছে।

তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে আমরা আরও সতর্ক থাকবো।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হলে, তাতে গোপন তথ্য ফাঁস বা তথ্যের অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে। তাই যত দ্রুত সম্ভব সাইবার হামলার শিকার হওয়া অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধারের কাজ করছে টিকটক।

অবশ্য কে বা কারা এ সাইবার হামলার সঙ্গে জড়িত তা প্রকাশ করা হয়নি।

news24bd.tv/ab