খুলনায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

খুলনায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সকালে যাত্রীবাহী ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহতরা হচ্ছেন- ভ্যানচালক ইসমাইল গাজী (৬০), মোটরসাইকেল চালক ও আরোহী মাহবুব গাইন (২৮) ও রিয়াদ গাজী (২২)।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, পাইকগাছা-কয়রাসড়কের শিববাটি সরণখালি মোড়ে দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ ভ্যান চালক, মোটরসাইকেল চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক