বিদ্যুৎ ও সুপেয় পানির অভাবে নাকাল পিরোজপুরবাসী

বিদ্যুৎ ও সুপেয় পানির অভাবে নাকাল পিরোজপুরবাসী

পিরোজপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের পর চারদিন অতিবাহিত হলেও বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটে নাকাল পিরোজপুরবাসী।

প্রায় ৩৬ ঘণ্টা পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হলেও এখনো জেলার অনেক এলাকাই রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

বিদ্যুৎ সংযোগ চালু না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তাছাড়া নিম্নাঞ্চল থেকে এখনো পানি অপসারিত না হওয়ায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

ঘূর্ণিঝড়ে জেলার নিম্নাঞ্চলসমূহ ৬-৭ ফুট পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর রাস্তাঘাট। বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠানও।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিরোজপুরের কাউখালী, ইন্দুরকানী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার নদী তীরবর্তী এলাকা।

প্রশাসন থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা দিনরাত কাজ করে যাচ্ছেন।

news24bd.tv/SC