রাফায় ইসরায়েলি অভিযান এখনও বিপদসীমা অতিক্রম করেনি: যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

রাফায় ইসরায়েলি অভিযান এখনও বিপদসীমা অতিক্রম করেনি: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

রাফায় ইসরায়েলের কার্যক্রম এখনও স্থল অভিযানে পরিণত হয়নি এবং এমন কোনো সম্ভাবনা তৈরি হয়নি যার ফলে ইসরায়েলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি পরিবর্তিত হতে পারে- এমনটা জানিয়েছে হোয়াইট হাউজ। রাফার কেন্দ্রস্থলে ইসরায়েলি বাহিনী পৌঁছানোর কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের এসব কথা বলেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি। খবর বিবিসির।

সম্প্রতি ইসরায়েল যদি রাফার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র দেশটিতে অস্ত্র সরবরাহ সীমিত করবে বলে জানিয়েছিলেন বাইডেন।

কিরবিকে সাংবাদিকরা রোববার (২৬ মে) ইসরায়েলের পরিচালিত এক হামলার বিষয়ে প্রশ্ন করেন, যাতে ৪৫ জনের মৃত্যু হয়েছিল। ইসরায়েলের ভাষ্যমতে, হামলাটি দুইজন হামাস যোদ্ধাকে লক্ষ্য করে চালানো হয়েছিল, এবং নিকটস্থ হামাসের অস্ত্রের গুদামে আগুন লেগে বিস্ফোরন ঘটায় এতো মানুষ মারা গিয়েছে। জবাবে হামলাটিকে ভয়াবহ বলেছেন কিরবি।

কিরবি বলেন, এই দ্বন্দ্বের ফলে নিষ্পাপ মানুষের মৃত্যু ঠিক নয়।

ইসরায়েলকে ঘটনাটি দ্রুত তদন্ত করতে বলেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, সঙ্ঘাতের মাঝখানে এধরণের তদন্তের ফলাফল সম্পর্কে জানা সম্ভব নয়।

রোববারের হামলা কি জো বাইডেনের ধৈর্য্যের সীমা ছাড়িয়ে গেছে কিনাক জানতে চাইলে কিরবি বলেন, এখনও কোনো নীতি পরিবর্তিত হয়নি। রাফায় কোনো স্থল অভিযান আমরা সমর্থন করবো না। এখনও পর্যন্ত রাফায় তেমন কিছু ঘটেনি।

রাফা দখল না করলে হামাসের বিরুদ্ধে জয় সম্ভব নয় বলে জানিয়েছে ইসরায়েল। গত ৬ মে থেকে রাফায় স্থল অভিযান শুরু করেছে দেশটি।

গত ৮ মে জো বাইডেন বলেছিলেন, যদি ইসরায়েল রাফায় হামলা চালায় তবে তাদেরকে আমরা অস্ত্র সরবরাহ করা কমিয়ে দেবো।

news24bd.tv/ab