সিরিজ হারের পর গুরুতর অভিযোগ তুললেন সাকিব

ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান

সিরিজ হারের পর গুরুতর অভিযোগ তুললেন সাকিব

অনলাইন ডেস্ক

কস্মিনকালে লোকে যা ভাবেনি তাই হলো। তুলনামূলক বেশ দুর্বল দল যুক্তরাষ্ট্রের কাছে প্রথমবার সিরিজ খেলতে নেমেই হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টি২০ হারকে অঘটন হিসেবে ধরা হলেও গতকাল টাইগারদের আবার নাকানিচুবানি খাইয়েছে মার্কিন ক্রিকেটাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে দলটি।

 

টানা দুটি হার, সেটাও বিশ্বকাপের আগ মুহূর্তে পুচকে যুক্তরাষ্ট্রের কাছে! সংবাদ সম্মেলনে তাই এলেন অভিজ্ঞ সাকিব আল হাসান। দলকে বাঁচাতে বলেই কিনা। আর সেখানে সাকিব তুলেছেন একগাদা অভিযোগ।

সাকিব জানিয়েছেন, সিরিজ শুরুর আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ দল।

এমনকি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যতটা সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেটাও পাননি বলে মনে করেন টাইগার এই অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। ফ্যাসিলিটি আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। একদিন প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে। এক দিন বৃষ্টির জন্য পারিনি। এখানে চারটা মাঠ আছে। আমরা তিনটা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও বেটার হতে পারত। ’

তবে টি২০ ফরম্যাটে কোনো দলই ছোট না বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজ-এ দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তানের মতো দল আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে। টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে। ’

প্রস্তুতির অভাব নিয়ে অভিযোগ তুললেও জয়ের কৃতিত্ব যুক্তরাষ্ট্রকে দিতে কার্পণ্য করেননি সাকিব, ‘হ্যাঁ, অবশ্যই হতাশার (সিরিজ হার)। আমরা এমনটা আশা করিনি। কৃতিত্ব যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে তারা যেভাবে খেলেছে। ’

এদিকে, টপ অর্ডারের ব্যর্থতার দায়ে হার কিনা? এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘আমি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নাই। হারাটা অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। কেউই আশা করেনি দুইটা ম্যাচ আমরা হেরে যাব, অবশ্যই হতাশাজনক আমাদের জন্য। ’

সাকিব আরও  বলেন, ‘এখানে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। এটি আমাদের জন্য জেগে উঠার ডাক হতে পারে। কারণ আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি। ’ 

news24bd.tv/SHS