হাতিয়ায় হরিণের মাংস-চামড়া-মাথা উদ্ধার

হাতিয়ায় হরিণের মাংস-চামড়া-মাথা উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়ার ঢালচরে ৩০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ চারটি খুরা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১৯ মে) বিকেলে হাতিয়া কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদস্যরা ঢালচরে যায়। এসময় তাদের অবস্থান টের পেয়ে একটি চক্র হরিণ কাটা অবস্থায় পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড সদস্যরা বাগানের মধ্যে থেকে ৩০ কেজি ওজনের হরিণের মাংস, চামড়া, মাথা ও চারটি খুরা উদ্ধার করে।

হাতিয়া বন বিভাগের কাছে এই মাংস হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা ধারণা করছে, একটি চোরাই চক্র নিঝুম দ্বীপ থেকে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে হরিণ লুট করে নিয়ে মাংস বিক্রি করছে। গত ১০ বছরে অন্তত শতশত হরিণ এভাবে বিলুপ্ত হয়েছে।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক