এক মাটির ঘর খুঁড়ে মিললো ৫০টি বিষধর সাপের বাচ্চা

এক মাটির ঘর খুঁড়ে মিললো ৫০টি বিষধর সাপের বাচ্চা

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর একটি মাটির ঘরে ৫০টি বিষধর সাপের বাচ্চা মিলেছে। সাপগুলো উদ্ধারের পর স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেন। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল বুধবার (৩ জুলাই) সকালে উপজলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের আব্দুল মতিনের মাটির ঘর থেকে ওই সাপগুলো বের করা হয়।

বাড়ির মালিক কৃষক আব্দুল মতিন জানান, দীর্ঘদিন যাবৎ তিনি স্ত্রী-সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করে আসছেন। বুধবার সকাল দরজার পাশে একটি সাপের বাচ্চা দেখতে পান তিনি। তারপর সাপটিকে মারতে গেলে গর্তের ভিতরে চলে যায়। পরে প্রতিবেশীদের জানালে কয়েকজন যুবকের সহযোগিতায় গর্তগুলো লোহার সাবল দিয়ে খুড়ে একে একে সাপের বাচ্চা বের করা হয়।

এসময় একটি বড় সাপ বের হয়। প্রায় একঘণ্টা ধরে ঘরের বিভিন্ন দেয়াল খুড়ে ছোট-বড় প্রায় ৫০টি বিষধর সাপ উদ্ধার করা হয়। সাপগুলো বিষধর হওয়ায় স্থানীয়রা সাপগুলোকে পিটিয়ে মরে ফেলেন।

মশিন্দা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ানম্যান আব্দুল বারি বলেন, শিকারপাড়ায় এক বাড়ি থেকে ৪০ থেকে ৫০টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। সাপগুলো খুবই বিষধর ছিল। পরে স্থানীয়রা সাপের বাচ্চাগুলোকে পিটিয়ে মেরে ফেলে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক