কক্সবাজার সৈকতে মিললো বিশ্বের চতুর্থ বিষধর সাপ

কক্সবাজার সৈকতে মিললো বিশ্বের চতুর্থ বিষধর সাপ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের সুগন্ধা সৈকতে বালির ভেতরে আটকে আছে হলুদ পেটের সাপ। এগুলোকে ইংরেজিতে বলা হয় ইয়োলো ব্যালিড সি স্নেক। জল ও স্থলের সর্বাধিক বিষাক্ত সাপগুলোর তালিকায় ইয়েলো ব্যালিড সি সাপটি বিশ্বের চতুর্থ বিষধর সাপ।

বৃহস্পতিবার সকালে সাপটি দেখার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের সাপটির বিষয়ে সতর্ক করেছে প্রশাসন। তবে সাপটি দেখার পর পর্যটকরা ছুটে আসেন। সাপ নিয়ে কৌতূহলের শেষ নেই তাদের।

পরে নিরাপত্তাকর্মীরা ছুটে এসে বোতলে পুরে ফেলে সাপটিকে।

পরে সমুদ্রে অবমুক্ত করা হয় এটি। এই ধরনের সাপ দেখলে পর্যটকদের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

বিশেষজ্ঞরা জানান, এটা মারাত্মক বিষাক্ত জাতের সাপ। সাপের পেটে উজ্জ্বল বর্ণের হলুদ ছড়িয়ে আছে। আছে লেজের দিকে অদ্ভুত পেঁচানো পেঁচানো দাগ। দেখলে মনে হয় সাইকেলের প্যাডেল। গায়ের উপরি ভাগ কালো নীল বর্ণ। এরা পানির তলদেশেই বেশি থাকে। প্রায় ৬৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক