অর্থমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের দাবি

অর্থমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের দাবি

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালনকালে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা প্রত্যয় স্কিম বাতিল না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বক্তব্যে কর্মকর্তা-কর্মচারী নেতারা অর্থমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসবেন পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিলের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ফটকে তৃতীয় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি থেকে একথা জানিয়েছেন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া।

এসময় তিনি জানান, ওবায়দুল কাদের ফোন করে বৈঠকের আহ্বান জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে আগামীকাল শিক্ষক ফেডারেশনের একটি দল দেখা করতে যাবে। বৈঠকে শিক্ষকদের দাবি মেনে নিলে কর্মবিরতি থেকে সরে আসার কথা জানান সমিতি ফেডারেশনের মহাসচিব।

news24bd.tv/FA