‘ভারতের কাছে দেশের স্বার্থ বিক্রি করে গেছে জিয়া-এরশাদ খালেদা’

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘ভারতের কাছে দেশের স্বার্থ বিক্রি করে গেছে জিয়া-এরশাদ খালেদা’

জয়দেব দাশ

জিয়া, এরশাদ, খালেদা ভারতের কাছে দেশের স্বার্থ বিক্রি করে গেছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফরে রাজনৈতিক মহলে দেশ বিক্রির প্রসঙ্গ কেন আসলো তা জানতে চেয়ে শেখ হাসিনা বলেন, ট্রানজিটের ফলে বাংলাদেশ লাভবান হবে এবং দেশের মানুষের সুযোগ সুবিধা বাড়বে। সংসদ নেতা দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে বলেন, জিয়াউর রহমানই প্রথম ভারতের ৪০টি পণ্যের বাংলাদেশে শুল্কমুক্ত বাজার দিয়েছে।  

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশনের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

 

সংসদ নেতা বলেন, যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি হয়েছে, তারা কি বলতে পারবে পৃথিবীর কোন দেশে মিত্রশক্তি স্বাধীনতার পর ফেরত গেছে? বাংলাদেশ ছাড়া! স্বাধীনতার পর ভারতের জন্য ৪০টি পণ্যের বাজার উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। এরপর ভারতের কাছে গ্যাস বিক্রির অঙ্গীকার করেছিল খালেদা জিয়া।
 
শেখ হাসিনা সমাপনী ভাষণে আরও বলেন, জিয়া ,এরশাদ, খালেদা জিয়া কেউই সিট মহল বিনিময় চুক্তি করতে পারেনি। ভারতের সব রাজনৈতিক দল সংসদে একত্রিত হয়ে ছিটমহলবাসীর ৬৮ বছরের বঞ্চনা ঘুচিয়েছে এবং বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে।

গঙ্গার পানি চুক্তির কথাও ভুলে গিয়েছিল খালেদা জিয়া।

সংসদ নেতা বলেন, পারস্পরিক ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত রেখেই আজকের বিশ্বকে এগিয়ে যেতে হচ্ছে। ট্রানজিট দেওয়ার ফলে রাস্তার ভাড়া পাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে দেশের মানুষ।
 
বিএনপির শাসনামলে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের স্থানের কথা স্মরণ করিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার আগ পর্যন্ত গণতন্ত্র ক্যান্টনমেন্টে বন্ধ ছিল।

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সচিত্র তথ্য সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
news24bd.tv/আইএএম