তিন-চারদিনের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে: নসরুল হামিদ

ফাইল ছবি

তিন-চারদিনের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

আগামী তিন চার দিনের মধ্যে বিদ্যুৎ ও ১৫ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি ভালো হবে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, প্রিপেইড মিটার নিয়ে অনেক গ্রাহক ভুক্তভোগী। এটা নজরে এসেছে, শিগগিরই পরিস্থিতি ভালো হওয়ার আশা করেন তিনি।

তবে বিদ্যুতের অনেক বিল অনাদায়ী রয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

প্রতি বছরই বিদ্যুতের দাম ৩-৪ বার সমন্বয় করা হবে বলেও আবারও জানা নসরুল হামিদ।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে মহেশখালীতে গ্যাসের পাইপলাইন ও দুইটি এফএসআরইউ এবং বিদ্যুতের ছয়টি প্রকল্পের সমঝোতার ব্যাপারে আলোচনা হতে পারে। এ প্রকল্পগুলোর ব্যয় এক বিলিয়ন ডলারের বেশি হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে গ্রিন এনার্জি থেকে ৪০ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে মোলার প্ল্যান্টের জন্য দেশে জমি পাওয়া কষ্টকর। কারণ, সব জমিতেই চাষাবাদ হয়। তাই চাষাবাদ ঠিক রেখে এই প্ল্যান্ট কিভাবে করা যায় সেটাও ভাবছে সরকার।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক