শেয়ার বিক্রির মুনাফার ওপর কর আরোপ প্রত্যাহার চায় ডিবিএ

প্রতীকী ছবি

শেয়ার বিক্রির মুনাফার ওপর কর আরোপ প্রত্যাহার চায় ডিবিএ

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিক্রির মুনাফা বা ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপ চায় না ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন- ডিবিএ। বুধবার (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে বৈঠকে সংগঠনটির নেতারা এসব কথা জানান।

বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। তিনি বলেন, আগামী বাজেটে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ করে দেয়ার প্রস্তাব দিয়েছে ডিবিএ।

এছাড়া নতুন করে কোনো দুর্বল কোম্পানিকে যেন পুঁজিবাজারে তালিকাভুক্ত না করতে অনুরোধ করেছে সংগঠনটি।

ডিএসই চেয়ারম্যান বলেন, অনিয়মের জন্য কঠিন শাস্তি না হলে বাজারে পুনরায় কারসাজি হতে পারে৷ পাশাপাশি বিনিয়োগ শিক্ষা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

news24bd.tv/ab