‘জিডিপিতে আইসিটি সেক্টরের অবদান ১.২৫ শতাংশ’ 

আহসান এইচ মনসুর

‘জিডিপিতে আইসিটি সেক্টরের অবদান ১.২৫ শতাংশ’ 

দেশীয় আইসিটি সেক্টর জিডিপিতে ১.২৫ শতাংশ অবদান রাখছে উল্লেখ করে পলিসি রিচার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ট্যাক্স, অত্যধিক পরিচালন ব্যয়, অপর্যাপ্ত ক্যাশ ইনসেনটিভ এবং রেগুলেটরি বাধা বাংলাদেশের আইসিটি সেক্টরের জন্য বড় চ্যালেঞ্জ।  

মঙ্গলবার (১১ জুন) দুপুরে বেসিস অডিটোরিয়ামে আয়োজিত “ইম্পর্টান্স অব আইসিটি ফর ইকোনোমিক গ্রোথ ইন বাংলাদেশ” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

সমস্যা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি কর প্রত্যাহার, আইসিটিতে নারীর ক্ষমতায়ন, দেশীয় জয়েন্ট ভেঞ্চার কোম্পানি প্রতিষ্ঠার ওপরে জোর দেন আহসান এইচ মনসুর।  

অনুষ্ঠানে গার্মেন্টস, শিক্ষা, চিকিৎসাসহ প্রায় সব ক্ষেত্রেই আইসিটি অন্তর্ভুক্ত উল্লেখ করে বেসিস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ বলেন, আমাদের দেশীয় কোম্পানির সক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেকাংশে বেড়েছে।

এই সক্ষমতাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়ন করা সম্ভব।  

আয়োজনে বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাসলেস সোসাইটির বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিষয়ে আলোচনা করেন।  

এ সময় বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বেসিসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
news24bd.tv/আইএএম