ফুলপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হাবিবুর রহমান

মোহাম্মদ হাবিবুর রহমান

ফুলপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হাবিবুর রহমান

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।

তিনি আনারস প্রতীক নিয়ে ৪৯ হাজার ৩৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আতাউল করিম রাসেল পেয়েছেন ৩৬ হাজার ২১৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী মো. আব্দুছ ছবুর সবুজ ৬৯ হাজার ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৯১৪ ভোট।  

এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬২ হাজার ৯৭৯ ভোট পেয়ে ফুটবল প্রতীকের প্রার্থী পান্না আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট।

 

বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।  

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম নির্বাচন তদারকি করেন।

news24bd.tv/কেআই