বিএনপির সমাবেশের বিষয়টি বিবেচনাধীন: ডিএমপি

ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।

বিএনপির সমাবেশের বিষয়টি বিবেচনাধীন: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। মঙ্গলবার (৭ মে) বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার কথা মাথায় রেখে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ডিএমপি। তাই সবকিছু বিবেচনা করেই জনসমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

২৮ অক্টোবরের তিক্ত অভিজ্ঞতা উল্লেখ করে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, যেহেতু পল্টন এলাকার আশপাশে বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, তাই পল্টন এলাকায় জনসমাবেশ না করার বিষয়ে ইতোপূর্বেও একাধিকবার বিএনপিকে জানিয়েছিলেন তারা। তাই প্রত্যেক রাজনৈতিক দলকে ডিএমপির দেয়া শর্ত মেনে কর্মসূচি পালনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক